লক্ষ্মীপুর জেলা প্রতিষ্ঠার পরপরই জেলা সদরে নারীদের জ্ঞান-বিজ্ঞান চর্চার স্বতন্ত্র একটি উচ্চশিক্ষালয় প্রতিষ্ঠার গুরুত্ব উপলব্ধি করে ১৯৮৪ সালে ১৮ই এপ্রিল বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো: মনছুরুল হক-এর সাহসী উদ্যোগে স্থানীয় বিদ্যুৎসাহী, সমাজসেবী এবং জেলা ও সদর উপজেলা প্রশাসনের ঐক্যবদ্ধ আন্তরিক সহযোগিতায় জেলার নারী শিক্ষার অলংকার লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়।
প্রথমে সদর উপজেলা কার্যালয় সংলগ্ন পৌর শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ছোট একটি চৌচালা টিনের ঘরে মাত্র ৯৩ জন ছাত্রী নিয়ে কলেজের স্বপ্নযাত্রা সূচিত হয়। ১৯৮৫ সালের ১৩ই ফেব্রুয়ারি লক্ষ্মীপুর-রায়পুর মহাসড়কের পাশে বর্তমান ভূমিতে কলেজ স্থানান্তরিত হয়।
উন্মোচিত হয় এ অঞ্চলের অবহেলিত অবরোধবাসিনী নারীদের উচ্চশিক্ষার অবারিত দ্বার। কয়েকজন থেকে শতজন,শতজন থেকে সহস্রজন নারী দলে দলে বেরিয়ে আসে প্রতিবন্ধকতার পঙ্কিলতা থেকে উচ্চ শিক্ষার সুযোগ নিতে। এ অঞ্চলে এক নতুন মাত্রা যোগের আন্দোলনের অগ্রদূত হয়ে ওঠে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ। ১৯৯৭ সালের ১২ এপ্রিল কলেজটি জাতীয়করণ করা হয় এবং পরবর্তীতে সময়ের চাহিদায়- ২০০৩ সালের প্রথমদিকে লক্ষ্মীপুর -ভোলা- বরিশাল আঞ্চলিক মহাসড়কের পাশে ২.৩৩ একর ভূমি অধিগ্রহণ করে নতুন অবকাঠামো গড়ে তোলে কলেজের দ্বিতীয় ক্যাম্পাস যাত্রা শুরু করে।
স্বপ্নযাত্রার পথ ধরে অনগ্রসর নারী সমাজকে প্রগতির ধারায় সম্পৃক্ত করে স্বর্গময় আরাধ্য আবাসভূমি গড়ে তোলার দীপ্ত শপথে কলেজের দুই ক্যাম্পাস জ্ঞান অর্জনের অভিযাত্রী শত শত ছাত্রীর পদচারণায় থাকে মুখরিত।
অবস্থান : ০২ নং ওয়ার্ড, বাঞ্চানগর মৌজা (পুরাতন ক্যাম্পাস), ০৪ নং ওয়ার্ড, বাঞ্ছানগর মৌজা (নতুন ক্যাম্পাস), মোট জমি :২.৯৪একর (পুরাতন ক্যাম্পাস ৬১ শতাংশ, নতুন ক্যাম্পাস ২.৩৩একর)
কলেজ কোড: EIIN- ১০৬৯৯৭, কুমিল্লাবোর্ড -৭০৭৫
জাতীয় বিশ্ববিদ্যালয় – ৪০০৪
প্রশাসনিক : ১.অধ্যক্ষ ২.উপাধ্যক্ষ
একাডেমিক: উচ্চমাধ্যমিক পর্যায় (বিষয় ১৫টি)
১.সমাজবিজ্ঞান ২.ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৩. ইতিহাস ৪.পৌরনীতি ও সুশাসন ৫.অর্থনীতি ৬. ইসলাম শিক্ষা ৭. যুক্তিবিদ্যা ৮.জীববিজ্ঞান ৯. ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১০. ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১১.হিসাববিজ্ঞান ১২.পরিসংখ্যান ১৩.পদার্থবিজ্ঞান ১৪. রসায়ন ১৫. উচ্চতর গণিত।
ডিগ্রি পর্যায়ে বিভাগ: বিএ, বিএসএস, বিবিএস
বিষয় :সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামেরইতিহাস ও সংস্কৃতি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, অর্থনীতি।
অনার্স বিভাগ :রাষ্ট্রবিজ্ঞান (প্রক্রিয়াধীন)
সৃষ্ট পদ (শিক্ষক) : ৩১টি, কর্মরত -১৫জন ।
সৃষ্ট পদ (কর্মচারী, তৃতীয় শ্রেণি) : ০৫টি, কর্মরত- ০৪জন
সৃষ্ট পদ (কর্মচারী, চতুর্থ শ্রেণী) : ১৪টি, কর্মরত – ০৮জন
দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত -১০জন
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত কলেজ কতৃপক্ষ
কারিগরি সহায়তায় :
ফ্রিডম আইটি ইনস্টিটিউশন
প্রয়োজনে : 01720-164995